Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সফল চাষী গফুর কাজী
ছবি
ডাউনলোড

কৃষকের নাম ঃ মোঃ আঃ গফুর কাজী। 

পিতার নাম ঃ মৃত- আছান কাজী। 

বর্তমান ঠিকানা ঃ গ্রামঃ রুপপুর, পোষ্টঃ গোয়ালন্দ মোড়,

 ইউপিঃ শহীদওহাবপুর, রাজবাড়ী সদর, রাজবাড়ী। বয়স ঃ ৫৯ বছর। শিক্ষাগত যোগ্যতাঃ ৫ম শ্রেণী। 

পরিবারের সদস্য সংখ্যা ঃ ৫ জন। আবাদি জমির পরিমাণ ঃ ২.৫০ একর, বসতবাড়ীতে জমির পরিমাণ ঃ ০.২৫ একর, এক ফসলী জমির পরিমাণ ঃ ০.৬০ একর, দুই ফসলী জমির পরিমাণ ঃ নাই, তিন ফসলী জমির পরিমাণ ঃ ১.৬৫ একর। 

হর্টিকালচার সেন্টার, রাজবাড়ী থেকে তিনি ভার্মি কম্পোস্ট উৎপাদন, ৮০ টি ড্রাগন ফলের গাছ এবং ১৮ টি ভিয়েতনামী নারিকেলের চারার সাপোর্ট নিয়ে আবাদ করেন। ড্রাগন চাষে সফলতার জন্য জীবনযাত্রার যেসব পরিবর্তন এসেছে ঃ স্থায়ী কর্মসংস্থানের সুযোগ, পারিবারিক আয় বৃদ্ধি (প্রতি মাসে ১২,০০০/- টাকা), সহজেই তার ০৩ জন ছেলে-মেয়ের লেখা পড়ার খরচ মেটাতে পারে, পরিবারের সদস্যদের ভালোমানের পোশাক দিতে পারে, বাংলা নববর্ষ ভালোভাবে পালন করতে পারে, সুষম খাদ্য নিয়মিত গ্রহণ করে, চিকিৎসা ব্যয় মেটাতে কষ্ট হয় না, আত্মীয় স্বজনকে সহজেই আর্থিক এবং পণ্য সহযোগিতা করতে পারে। সফলতার প্রথম বছরে ১৬,২৬০/- টাকা ব্যয় করে ৩৪,২৪০/-টাকা লাভ করেন। প্রযুক্তির সফলতা দেখে পরবর্তীতে ০৫ জন কৃষক প্রযুক্তি গ্রহণ করে। ব্যক্তিগত আয় শতকরা ৩০ ভাগ বৃদ্ধি পেয়েছে, তার বাৎসরিক আয় ড্রাগন থেকে ৮০,০০০/- টাকা বৃদ্ধি পেয়েছে যা পরবর্তী বছর থেকে ১,০০,০০০/- টাকায় উন্নীত হবে। ড্রাগন চাষ সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনা ঃ তিনি আরো ড্রাগন আবাদ সম্প্রসারণ করবেন এবং অন্য কৃষককে এ ফসলের চাষ সম্পর্কে উদ্বুদ্ধ করবেন। অন্যকে প্রযুক্তি গ্রহণে তার পরামর্শ ঃ খরচ কম, আয় বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ, স্থায়ী কৃষি উৎপাদন বৃদ্ধি, হতাশা দূরীভূত করতে এই প্রযুক্তি গ্রহণ করা উচিত। 

তিনি প্রতিনিয়ত হর্টিকালচার সেন্টার, রাজবাড়ী সাথে যোগাযোগ করেন। আমরা তার সাফল্য কামনা করি